উপজেলা নির্বাচন: আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি সোমবার শুরু

উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে সোমবার থেকে দলের মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2019, 07:39 PM
Updated : 3 Feb 2019, 07:39 PM

রোববার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, “সোমবার সকাল ১০টা থেকে ৭ ফেব্রুয়ারি বিকাল ৫টার মধ্যে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দেওয়া যাবে।”

দলের জেলা ও উপজেলা কমিটি থেকে পাঠানো নামের তালিকা অনুযায়ী মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।

উপজেলা থেকে যাদের নামে সুপারিশ এসেছে, তারাই শুধু ফরম তুলতে পারবেন। এর আগে প্রতি উপজেলা থেকে তিনজনের নাম চেয়েছিল আওয়ামী লীগ।

রোববার নির্বাচন কমিশন ৮৭টি উপজেলায় ভোটের তারিখ ঘোষণার পর এই সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল।

আওয়ামী লীগের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, এবার শুধু চেয়ারম্যান পদে দল থেকে মনোনয়ন দেওয়া হবে। ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদটি উন্মুক্ত থাকবে।

আগামী ১০ মার্চের পর দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ এবং পঞ্চম ধাপে ভোটের সম্ভাব্য ১৮ জুন ভোটের সময় ঠিক করেছে নির্বাচন কমিশন।