
ভোটের পর ভাতের অধিকারও কেড়ে নিচ্ছে সরকার: সিপিবি
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jan 2019 10:39 PM BdST Updated: 21 Jan 2019 10:39 PM BdST
চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির দিকটি তুলে ধরে কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ভোটের পর সরকার মানুষের ‘ভাতের অধিকার কেড়ে’ নিচ্ছে।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় সমাবেশে একথা বলেন তিনি।
সিপিবি সভাপতি সেলিম বলেন, “রাতের অন্ধকারে ভোট ডাকাতির মাধ্যমে জনগণের ভোটাধিকারকে পদদলিত করা হয়েছে।
“ভুয়া ভোট করে সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এখন সরকার জনগণের ভাতের অধিকারও কেড়ে নিচ্ছে।”
আওয়ামী লীগ সরকার জনগণের ‘বিপক্ষে দাঁড়িয়ে দুর্নীতিবাজদের স্বার্থরক্ষা করছে’ বলেও দাবি করেন সেলিম।
“জনসমর্থনের তোয়াক্কা না করে ক্ষমতা টিকিয়ে রাখতে লুটেরা ধনিক শ্রেণিকে সুবিধা পাইয়ে দিতে সরকার নানা গণবিরোধী তৎপরতা চালাচ্ছে।… সরকারের সক্রিয় সহযোগিতায় অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করছে।”
সেলিম বলেন, “সরকার বলেছে, যেভাবে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, তেমনি শান্তিপূর্ণভাবেই আগামীতে দেশ চালাবে। সরকারের এই কথা থেকেই বোঝা যায়- যেভাবে ভোট ডাকাতি হয়েছে, তেমনি করেই সরকার আগামীতে জনগণের সম্পদ ডাকাতি করতে চায়।”
সরকারের ‘গণবিরোধী তৎপরতার বিরুদ্ধে’ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “জনগণকে সবসময় সজাগ থাকতে হবে। জমি বন্ধক রাখা যায়, কিন্তু স্বার্থ কখনও বন্ধক রাখা যায় না। লড়াইয়ের মাধ্যমেই সরকারকে যথাযথ জবাব দিতে হবে।”
সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি সাধারণ সম্পাদক ও বাম জোটের সমন্বয়ক মোহাম্মদ শাহ আলম।
তিনি বলেন, “মুক্তিযুদ্ধের অর্থনীতির বিপরীতে দেশ এখন চলছে মুক্তবাজার অর্থনীতিতে। মুক্তিযুদ্ধের ধারায় দেশকে ফিরিয়ে আনতে হবে। ভোট ও ভাতের অধিকার আদায় করতে নীতি ও ব্যবস্থার বদল ঘটাতে হবে। তার জন্য জনগণকে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে।”
সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জনের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলটির নেতা রুহিন হোসেন প্রিন্স, ফজলুর রহমান ও সাজেদুল হক রুবেল।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপির দুইদিনের কর্মসূচি
- গাজীপুরের সাবেক মেয়র মান্নানের স্ত্রীর মৃত্যু
- আসাদুজ্জামান রিপন কারাগারে
- দেশে ফিরেছেন ফখরুল
- বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা সভানেত্রী দেশে ফেরার পর: কাদের
- ডাকসু নির্বাচন: রেজিস্টার্ড গ্রাজুয়েটদের সঙ্গে আ. লীগ নেতাদের বৈঠক
- জামায়াতের ক্ষমা পাওয়ার সুযোগ নেই: হানিফ
সর্বাধিক পঠিত
- ৫ সেঞ্চুরিতেও আশরাফুলের ১৫ লাখ যে কারণে
- মাহমুদুলের সেঞ্চুরিতে বাংলাদেশের দারুণ জয়
- অবশেষে হচ্ছে বিপিএলের বাইরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট
- ঢাকা প্রিমিয়ার লিগে কে কোন দলে
- ‘বদিকে দিয়ে মাদক, শাজাহান খানকে দিয়ে দুর্ঘটনা রোধ সম্ভব?’
- বিশ্বকাপ দিয়েই গেইলের বিদায়
- ফুটবল খেলাটা সহজ করে তোলে মেসি: দেম্বেলে
- তামিমের দুর্ভাবনা প্রথম ১০ ওভার
- নেই মিঠুন, খেলতে পারেন মুশফিক
- ব্রিটিশ রাজ পরিবারে অশান্তি, আলাদা হচ্ছে দুই প্রিন্সের সংসার