স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন কামাল হোসেন

স্বাস্থ্য পরীক্ষার জন্য স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুর গেছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2019, 05:07 PM
Updated : 20 Jan 2019, 04:55 AM

শনিবার রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি যাত্রা করেন বলে ঐক্যফ্রন্টের মিডিয়া উইংয়ের কর্মকর্তা জাহাঙ্গীর আলম মিন্টু জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যার হেলথ চেক আপের জন্য রাতে সিঙ্গাপুর রওনা হয়েছেন। সেখানে কুইন এলিজাবেথ হসপিটালে তার চেক আপ হবে।”

কামাল হোসেনের সঙ্গে তার স্ত্রী হামিদা হোসেনও রয়েছেন বলে জানান তিনি।

পাঁচ বছর আগে দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি এবার কামাল হোসেনের নেতৃত্বে গড়ে ওঠা জাতীয় ঐক্যফ্রন্টের শরিক হিসেবে নির্বাচনে অংশ নেয়। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ওই নির্বাচনে ভরাডুবি হয়েছে তাদের।

এবারের নির্বাচনে ২৫৭টি আসন পাওয়া আওয়ামী লীগ নিরঙ্কুশ জয়ে টানা তৃতীয়বারের মত সরকার গঠন করেছে। অপরদিকে ক্ষমতাসীনদের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ করে ঐক্যফ্রন্ট ঘোষণা দিয়েছে, তাদের নির্বাচিতরা সংসদে গিয়ে শপথ নেবেন না।

নির্বাচনের ফল বাতিল করে ‘নির্দলীয় সরকারের অধীনে’ নতুন নির্বাচন দেওয়ার দাবিতে আগামী ৬ ফেব্রুয়ারি ঢাকায় নাগরিক সংলাপ করবে ঐক্যফ্রন্ট। ওই কর্মসূচিতে কামাল হোসেনের সভাপতিত্ব করার কথা রয়েছে।

আগামী সপ্তাহের শেষদিকেই তিনি সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন বলে ঐক্যফ্রন্টের মিডিয়া উইংয়ের মিন্টু জানিয়েছেন।