মাছ চুরির মামলায় জাফরুল্লাহর জামিন

আশুলিয়া থানার মাছ চুরির মামলায় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরীসহ চার জনকে জামিন দিয়েছে জজ আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2019, 03:56 PM
Updated : 14 Jan 2019, 03:56 PM

ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন সোমবার শুনানি শেষে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত আসামিদের জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়া অন্য আসামিরা হলেন- গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সাইফুল ইসলাম শিশির ও সহ রেজিস্ট্রার গোলাম মোস্তফা।

আসামিপক্ষের আইনজীবী এএইচএস রাশেদ বলেন, গত বছরের ২৫ অক্টোবর ওই চারজন হাই কোর্ট থেকে আট সপ্তাহের জামিন পান।

সেই জামিনের মেয়াদ শেষে হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী আসামিরা সোমবার জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় প্রত্যেক আসামিকে জামিনের আদেশ দেন।

রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসিন্দা কাজী মহিবুর রব গতবছর ২৪ অক্টোবর আশুলিয়া থানায় এ মামলা দায়ের করেন। তিনি দাবি করেন, তার কেনা ১৯ দশমিক ৬৩ শতাংশ জমি দখল করে রেখেছে গণস্বাস্থ্য কেন্দ্র।

এজাহারে বলা হয়, আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে জমি দখল করে লোকজন নিয়ে সেখানে থাকা মাছ চুরি করেছেন।

টেলিভিশনে এক আলোচনা অনুষ্ঠানে সেনাপ্রধানকে নিয়ে মন্তব্যের পর বিএনপি সমর্থক পেশাজীবী নেতা হিসেবে পরিচিত জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন স্থানে মামলা হয়। চাঁদাবাজি, ভাঙচুর, জমি দখল ও সাইনবোর্ড চুরির পাশাপাশি রাষ্ট্রদ্রোহের মামলাও  রয়েছে এর মধ্যে।