সম্মেলন আগে হচ্ছে না: কাদের

টানা তৃতীয় দফায় ক্ষমতায় আসা আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন নির্ধারিত সময় অক্টোবর মাসেই হবে বলে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2019, 01:13 PM
Updated : 12 Jan 2019, 01:41 PM

গত ৪ জানুয়ারি ওবায়দুল কাদেরসহ পাঁচ নেতা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে জাতীয় সম্মেলনের বিষয়ে কথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্টোবর মাসের আগেই সম্মেলন করে ফেলার আগ্রহ প্রকাশ করেন বলে বৈঠকে উপস্থিত আওয়ামী লীগ নেতাদের একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে আওয়ামী লীগের ২১তম সম্মেলন আগাম হচ্ছে কি না, জানতে চান সাংবাদিকরা।

জবাবে ওবায়দুল কাদের বলেন,  “আওয়ামী লীগের সম্মেলন আগাম কেন হবে? সম্মেলন হবে আরো দশ মাস পর, অক্টোবর মাসে হবে।”

এ সময় কিছুটা রাগান্বিত স্বরে তিনি বলেন, “অবান্তর প্রশ্ন। এটা আমাদের দলের অভ্যন্তরীণ বিষয়।”

পরে এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আওয়ামী লীগের সম্মেলন যথা সময়েই হবে। সম্মেলনের প্রস্তুতি শিগগির গ্রহণের ইঙ্গিত প্রধানমন্ত্রী আমাদের দিয়েছেন। দলকে আরও সু-সংগঠিত করতে এবারের সম্মেলন হবে।” 

২০১৬ সালের ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে টানা অষ্টমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন শেখ হাসিনা। ওই সম্মেলনে দলের সাধারণ সম্পাদক হন ওবায়দুল কাদের।

আগামী অক্টোবরেই এই কমিটির মেয়াদ তিন বছর পূর্ণ হবে। তিন বছর পর পর সম্মেলন করে দলটি।