সৈয়দ আশরাফের আত্মার শান্তি কামনায় মিলাদ

প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ পড়েছেন তার সহকর্মী, সহযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2019, 02:11 PM
Updated : 8 Jan 2019, 02:11 PM

মঙ্গলবার বিকালে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে পরিবারের পক্ষ থেকে এই মিলাদের আয়োজন করা হয়।

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফের মিলাদে রাষ্ট্রপতি আবদুল হামিদও উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির সঙ্গে মঞ্চে ছিলেন সৈয়দ আশরাফের ভাই সৈয়দ মঞ্জুরুল ইসলাম, সৈয়দ শরীফুল ইসলাম, চাচাত ভাই সাফায়েতুল ইসলাম, বোন রূপা ও লিমা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মিলাদ মাহফিলে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, সাহারা খাতুন, আব্দুল মতিন খসরু, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, ব্যবসায়ী ও সাংসদ সালমান এফ রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফ দুই মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। জনপ্রশাসন ছাড়াও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন তিনি।

ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার থাইল্যান্ডের একটি হাসপাতালে মারা যান ৬৭ বছর বয়সী আশরাফ।