একদিনে ঐক্যফ্রন্ট নেতাদের চার নির্বাচনী সভা

গাজীপুর ও ময়মনসিংহের চারটি আসনে নির্বাচনী সভা করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

সুমন মাহমুদময়মনসিংহ থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2018, 08:00 PM
Updated : 15 Dec 2018, 08:00 PM

শনিবার দুপুরে ঢাকার উত্তরা থেকে ময়মনসিংহ অভিমুখে যাত্রা করে ২টায় টঙ্গীতে সভার মধ্য দিয়ে এদিনের নির্বাচনী কার্যক্রম শুরু হয়। রাত ৮টায় ময়মনসিংহ শহরে সভার মাধ্যমে তা হয়।

টঙ্গীতে গাজীপুর-২ আসনের প্রার্থী সালাহ উদ্দিন সরকার, গাজীপুর-৪ আসনে ইকবাল সিদ্দিকী, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে ডা. মাহবুবুর রহমান লিটন এবং ময়মনসিংহ-৪ (সদর) আসনে আবু ওহাব আকন্দের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চান ঐক্যফ্রন্টের নেতারা।

জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল জেএসডির আ স ম আবদুর রব, কৃষক-শ্রমিক-জনতা লীগের কাদের সিদ্দিকী, বিএনপির নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, এ জেড এম জাহিদ হোসেন, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমার মান্না, গণস্বাস্থ্য সংস্থার ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এসব সভায় বক্তব্য রাখেন।

সর্বশেষ রাত ৮টায় রেল ময়মনসিংহ সদরের স্টেশন মোড়ে সভায় সমাপনী বক্তব্যে আ স ম আবদুর রব সবাইকে ৩০ ডিসেম্বর ঘর থেকে বেরিয়ে সকাল সকাল ভোটকেন্দ্রে যাওয়ার আহবান জানান।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, “আর মাত্র ১৫দিন। এর পর ভোট। সেই ভোটে  আপনার ভোট যেন কোনোভাবে কেউ কেড়ে নিতে না পারে, সেজন্য মরণপণ লড়াই করবেন। এজন্য প্রস্তুতি নিন।

“মনে রাখবেন আপনার একটি ভোটে দেশে স্বৈরশাসনের অবসান ঘটবে, বেগম খালেদা জিয়ার মুক্তির দুয়ার খুলে যাবে, দেশে কথা বলার স্বাধীনতা নিশ্চিত হবে, গ্রেপ্তার-নির্যাতন বন্ধ হবে।”

রেল স্টেশন সড়কে কয়েক হাজার নেতা-কর্মী সমবেত হন এই পথসভায়।

সেখানে উপস্থিত মহিলা দলের কর্মী শাকিলা ফারজানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককে বলেন, “বাড়িতে ভাই-বাবা কেউ রাতে থাকতে পারে না। পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা দরজায় কড়া নাড়ে। আমরা এর অবসান চাই।

“এই শীতের মধ্যেও আমার দুই ভাই কারাগারে কীভাবে আছে জানি না। তবে আমরা কেউ ভালো নেই। সকলকে বলব, ৩০ তারিখ ভোটের মহড়া দিতে হবে। কাউকে ভোট চুরি করতে দেওয়া হবে না।”

ছাত্রদলের জাহাঙ্গীর বলেন, “ফুলপুর বাড়ি, থাকি শহরে। কারণ পুলিশ বাড়িতে থাকতে দেয় না। ৩০ তারিখ ইনশাল্লাহ নির্বাচনের ফল নিয়ে বাড়ি ফিরব।”

শেষ পথসভায় রব বলেন, “আপনারা এতো রাতে অপেক্ষায় ছিলেন আমাদের বক্তব্য শুনতে। আপনারা কি খালেদা জিয়ার মুক্তি চান, তাহলে ধানের শীষে ভোট দিন।

“সবাই ঘরে ঘরে গিয়ে বলুন, আপনার কাছে একটি ভোট চাই, শুধুমাত্র একটা ভোট। এই ভোটে গণতন্ত্রে ফিরে আসবে, এই ভোটে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া মুক্ত হবেন।”