মিরপুরে কামালের গাড়িবহরে হামলার অভিযোগ

মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2018, 06:46 AM
Updated : 14 Dec 2018, 09:26 AM

শুক্রবার বুদ্ধিজীবী দিবসের সকালে এ ঘটনায় জোটের অন্যতম নেতা জেএসডি সভাপতি আসম আবদুর রব ও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিকের গাড়িসহ ৬/৭টি গাড়ির ভাংচুরের শিকার হয়।

ঢাকা-১৪ আসনে ধানের শীষের প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু ও আসম আবদুর রবের গাড়ি চালকসহ ১০/১২ জন নেতা-কর্মী হামলার এই ঘটনায় আহত হয়েছেন বলে ঐক্যফ্রন্ট নেতাদের ভাষ্য। 

গণফোরামের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে কামাল হোসেনসহ জোট নেতারা বেরিয়ে এসে মূল ফটকের সামনে গাড়িতে ওঠার পর হামলার ওই ঘটনা ঘটে।

“ছাত্রলীগ-যুব লীগের একদল সন্ত্রাসী লাঠি-সোঁটা নিয়ে এই হামলা চালায়। তারা স্যারের গাড়িতের লাঠি দিয়ে আঘাত করে। ফ্রন্টের নেতা আসম আবদুর রব সাহেবের গাড়িতেও তারা হামলা চালায়। গাড়ি চালক গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।”

ঐক্যফ্রন্টের নেতারা বলছেন, বুদ্ধিজীবী কবরস্থানের সামনের রাস্তায় তাদের নেতা-কর্মীদের লাঠি দিয়ে পেটানো হয়। এ সময়ে নেতা-কর্মীরা এদিক ওদিক ছুটোছুটি করে আত্মরক্ষার চেষ্টা করেন। এক পর্যায়ে বিএনপি নেতা-কর্মীরা একজোট হয়ে স্লোগান দেওয়া শুরু করলে হামলাকারীরা সরে যায়।

এ বিষয়ে  কথা বলতে কামাল হোসেন শুক্রবার বিকালে সংবাদ সম্মেলনে আসবেন বলে গণফোরামের মিডিয়া কো-অর্ডিনেটর হামীম  জানান।

হামলার অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে শাহ আলী থানা পুলিশের কর্মকর্তারা বলেন, এ ধরনের অভিযোগ নিয়ে কেউ তাদের কাছে আসেনি।