পোলিং এজেন্টদের প্রশিক্ষকদের নিয়ে কর্মশালা করছে আওয়ামী লীগ

আসন্ন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দিতে ৩৫০ জন প্রশিক্ষককে নিয়ে দুই দিনব্যাপী কর্মশালা আয়োজন করেছে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2018, 07:30 PM
Updated : 11 Dec 2018, 07:30 PM

বুধ ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কর্মশালা চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের  পোলিং এজেন্ট প্রশিক্ষণ বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব এবং দলের পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।  

.

দেলোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই ৩৫০ জন ৩০০ আসনের পোলিং  এজেন্টদের ট্রেনিং দেবে। জাল ভোট প্রদানে বাধা দেওয়াসহ নির্বাচনী আচরণ বিধি যাতে লঙ্ঘিত না হয়, সে জন্য এই ট্রেনিং প্রদান করা হবে।”

এই প্রশিক্ষণ কর্মশালায় বৃহস্পতিবার দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন বলে জানান দেলোয়ার।

প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলের নির্বাচন পরিচালনা কমিটির ‘পোলিং এজেন্ট প্রশিক্ষণ বিষয়ক উপ-কমিটি’র আহ্বায়ক সাবের হোসেন চৌধুরী ।