‘ব্লেইম গেম’ খেলছে বিএনপি-ঐকফ্রন্ট: ১৪ দল

‘ব্লেইম গেম’ খেলার মধ্যে দিয়ে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন কমিশনকে প্রতিপক্ষ করছে বলে অভিযোগ  করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2018, 04:54 PM
Updated : 4 Dec 2018, 04:54 PM

মঙ্গলবার ১৪ দলের বিভিন্ন দাবি নিয়ে নির্বাচন কমিশনের সচিবের সঙ্গে বৈঠক করে জোটের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।

বৈঠক শেষে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া সাংবাদিকদের বলেন, “কিছুদিন পূর্বে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন ছয়টি অভিযোগ করেছেন এবং বিএনপির পক্ষ থেকে মওদুদ আহমেদ অভিযোগ করে গেছেন। আমরা মনে করি, ওনাদের অভিযোগগুলো দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিপন্থি।”

একে ‘ব্লেইম গেম’ আখ্যায়িত করে বড়ুয়া “ব্লেইম গেমের মধ্য দিয়ে তারা নির্বাচন কমিশনকে প্রতিপক্ষ করতে চাচ্ছে। যার মধ্য দিয়ে তাদের তারা তাদের প্ল্যানগুলো রাজনৈতিক অঙ্গনে বাস্তবে রূপ দিতে চাচ্ছে।”

জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের মূল নিয়ামক শক্তি জামায়াতে ইসলামী বলে দাবি করেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, “নির্বাচনের পূর্বেও তারা বিভিন্ন অন্তর্ঘাতমূলক কাজ করতে পারে।…তারা দেশে এবং বিদেশের সাথে ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন প্লান-প্রোগ্রাম করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে আন্তর্জাতিকভাবে নির্বাচন কমিশনকে হেয় করতে চাচ্ছে।

“নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে তারা আমাদের দেশের রাজনীতিকে অস্থিতিশীল করতে চাচ্ছে।”

আগামী ১৩ ডিসেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করে এ বিষয়গুলো তুলে ধরবেন বলেও জানান তিনি।

দিলীপ বড়ুয়া বলেন, “বিদেশি পর্যবেক্ষকদের গোপন কিছু এজেন্ডা থাকে, তারা যেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে না পারে সে ব্যাপারে যেন তারা (ইসি) সতর্ক থাকেন, সে কথাও আমরা বলেছি।”  

১৪ দলের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন গণতন্ত্রী পার্টির শাহাদাত হোসেন, জাসদের নাদের চৌধুরী, গণআজাদী লীগের এস কে সিকদার।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান এবং যুগ্ম সচিব আবুল কাশেমও ছিলেন।