সোহেলকে রিমান্ডে না দিয়ে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নাশকতার দুটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলকে হেফাজতে নিয়ে জিজাসাবাদের আবেদন করলেও তাতে আদালতের সাড়া পায়নি পুলিশ।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2018, 04:46 PM
Updated : 28 Nov 2018, 04:47 PM

দুই মামলায় তাকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করতে বুধবার আলাদা আদেশ দিয়েছেন ঢাকার মহানগর হাকিম মাহমুদা আক্তার ও সাইফুজ্জামান শরীফ।

ঢাকার রমনা ও পল্টন থানায় করা মামলায় সোহেলের পক্ষে জামিনের আবেদন হলেও তা নাকচ করে দেন দুই হাকিম।

বিএনপির এই নেতাকে উভয় মামলায় সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেছিল পুলিশ। চলতি বছরের ফেব্রুয়ারি ও জুলাই মাসে দায়ের হওয়া উভয় মামলার এজাহারে তার নাম রয়েছে।

হাবিব-উন নবী খান সোহেল

বিএনপির আইনজীবীরা জানান, বর্তমান সরকারের ১০ বছরে সোহেল ২৩৩ মামলার আসামি হয়েছেন। সর্বশেষ গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়। এরপর তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে একাধিবার রিমান্ডে নেওয়া হয়।

হাই কোর্ট থেকে ওই মামলাগুলোয় সোহেল জামিন পাওয়ার পর রিমান্ড নামঞ্জুর হওয়া মামলাসহ তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।

ছাত্রদলের সাবেক সভাপতি সোহেলকে একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে বিএনপি মনোনয়ন দিলেও তিনি প্রার্থী হননি। তিনি ঢাকা-৮ আসনে প্রার্থী হতে চাইছিলেন।