কামালের বাড়িতে ব্রিটিশ হাই কমিশনার

বিএনপিকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ভোটের লড়াইয়ে নামা কামাল হোসেনের সঙ্গে একান্ত বৈঠক করেছেন যুক্তরাজ্যের হাই কমিশনার অ্যালিসন ব্লেইক।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2018, 05:19 PM
Updated : 19 Nov 2018, 05:19 PM

সোমবার বিকালে গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোক্তা কামালের বেইলি রোডের বাড়িতে যান ব্রিটিশ হাই কমিশনার। তারা ৪৫ মিনিট একান্ত বৈঠক করেন।

বৈঠকের পর ব্লেইক সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

কামাল হোসেন সাংবাদিকদের বলেন, “ব্রিটিশ হাই কমিশনার এসেছিলেন। তিনি জানতে চেয়েছেন, বাংলাদেশের অবস্থা কেমন? আলোচনায় নির্বাচনের বিষয়টা এসেছে।

“আমি আমার কথা বলেছি- একটি দল নির্বাচনে অংশ নেবে, সেই দলের প্রধান রেফারি হিসেবে অনিয়ম করবেন, তাহলে কীভাবে দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে।”

দেশে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না বলেও হাই কমিশনারকে জানিয়েছেন কামাল।

তিনি বলেন, “দেশে নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ এখনও তৈরি করতে পারেনি। গ্রেপ্তার চলছে, মামলা হচ্ছে।”

“তারপরও  এবার যত বাজে নির্বাচনই হোক, আমরা নির্বাচন বয়কট করব না,” বলেন তিনি।

কামাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “এখন তো একদলীয় শাসন ব্যবস্থায় আছে ওয়ান পার্টি স্টেট, ওয়ান পারসন স্টেট হয়ে যাচ্ছে। এই যে পুলিশকে দলীয়করণ করা,  বড় রকমের ক্যাম্পেইন এখনই শুরু করতে হবে।”