ভোটের আগে মহাজোটে যুক্তফ্রন্ট
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Nov 2018 11:46 PM BdST Updated: 14 Nov 2018 11:46 PM BdST
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট।
Related Stories
বুধবার বি চৌধুরীর বারিধারার বাড়িতে জোটের প্রধান দল বিকল্প ধারার সভাপতিমণ্ডলীর এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
যুক্তফ্রন্টের সমন্বয়ক ও বিকল্পধারার সভাপতিমণ্ডলীর সদস্য গোলাম সারোয়ার মিলন বৈঠক শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যুক্তফ্রন্ট নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক বৈশিষ্ট্য বজায় রেখে মহাজোটে অংশ নেবে। আজ বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।”
মহাজোটের অধিকাংশ দল আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোটে অংশ নেবে।
যুক্তফ্রন্টের ক্ষেত্রে কী হবে- জানতে চাইলে মিলন বলেন, প্রতীকের বিষয়ে ঘোষণা পরে দেবেন তারা।
তবে বৈঠকে অংশ নেওয়া বিকল্প ধারার সভাপতিমণ্ডলীর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকল্প ধারা কুলা প্রতীকে নয়, নির্বাচনে যাবে নৌকা প্রতীকে।”
এদিকে মিলন বলেন, “আমরা কীভাবে নির্বাচন করব, কতটি আসন চাইব, লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে কি না, এসব বিষয়ে আলোচনা করব। এটা নিশ্চিত যে, আমরা মহাজোটে যাচ্ছি।”
মহাজোটের সঙ্গে নির্বাচনী ঐক্য বিষয়ে আলোচনা করতে যুক্তফ্রন্ট আওয়ামী লীগের আনুষ্ঠানিক চিঠি পাওয়ার প্রতীক্ষা করছে।

আওয়ামী লীগ কার্যালয়ে আবদুল মান্নান ও মাহি বি চৌধুরী (ফাইল ছবি)
নির্বাচনের তফসিলের পর গত মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছিলেন বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী।
পরে মাহি বলেছিলেন, জোটগতভাবে নির্বাচন করা অসম্ভব নয়।
মহাজোটের আমন্ত্রণ এলে যুক্তফ্রন্টের কারা আলোচনায় যাবেন, সে সিদ্ধান্তও নিয়ে রেখেছে বিকল্প ধারা।
যুক্তফ্রন্টের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিকল্প ধারার মহাসচিব মান্নান। দলে থাকবেন মাহি, সভাপতিমণ্ডলীর সদস্য শমসের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার মিলন, এইচ এম গোলাম রেজা ও মাযহারুল হক শাহ চৌধুরী।
শরিক দলগুলোর মধ্যে থেকে বাংলাদেশ ন্যাপের সভাপতি জেবেল রহমান গানি থাকবেন এই প্রতিনিধি দলে।
যুক্তফ্রন্ট তাদের প্রার্থী বাছাইয়ে গঠন করেছে পার্লামেন্টারি বোর্ড। পদাধিকার বলে এ কমিটির প্রধান বি চৌধুরী। বোর্ডে বাকি সব সদস্য বিকল্পধারার সভাপতিমণ্ডলীর সদস্য।
-
মতিন খসরুর আসন শূন্য ঘোষণা
-
কৃষকের ধান কেটে দিচ্ছে কৃষক লীগ
-
হেফাজতের আরও ২ নেতা গ্রেপ্তার
-
‘লিপ সার্ভিস’ নয়, মানুষের পাশে দাঁড়ান: বিএনপিকে কাদের
-
মহামারীতে সরকারের জুলুম বেড়েছে বহুগুণ: ফখরুল
-
বাঁশখালীতে নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ দেওয়ার দাবি
-
খালেদার অবস্থা আগের চেয়ে ভালো
-
তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
সর্বাধিক পঠিত
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- কলকাতার একাদশে জায়গা হারালেন সাকিব
- স্বাস্থ্যের নরম সুর, চাইল পুলিশের সহায়তা
- বেনজেমার জোড়া গোলে শীর্ষে রিয়াল
- তিন নম্বরের পর পাকিস্তানের সব টেল এন্ডার!
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- শান্ত-তামিম-মুমিনুলের ব্যাটে স্বপ্নময় দিন
- টি-টোয়েন্টির চূড়া থেকে এক ধাপ দূরে বাবর
- শান্তর সেঞ্চুরিতে স্বস্তির সুবাতাস
- লকডাউন: করোনাভাইরাসের মৃত্যুময় সপ্তাহে কমেছে শনাক্তের হার