নৌকার প্রার্থী হতে চান সাবেক আইজিপি নূর মোহাম্মদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছেন সাবেক আইজিপি নূর মোহাম্মদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2018, 03:40 PM
Updated : 11 Nov 2018, 03:41 PM

রোববার ধানমণ্ডির আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা বিভাগীয় মনোনয়ন ফরম সংগ্রহের বুথ থেকে তার জন্য মনোনয়ন ফরম কেনা হয়।

ওই বুথে ফরম বিক্রির দায়িত্বে থাকা ছাত্রলীগের সাবেক নেতা সামসুল কবির রাহাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাবেক আইজিপি নূর মোহাম্মদের জন্য তার ছেলে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।”

কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে নৌকার প্রার্থী হতে চাইছেন নূর মোহাম্মদ। ওই আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগেরই সোহরাব উদ্দিন।

পুলিশের সাবেক এই মহাপরিদর্শক নির্বাচনে প্রার্থী হতে গত কয়েক মাস ধরে পাকুন্দিয়া-কটিয়াদী চষে বেড়াচ্ছেন।

জরুরি অবস্থার সময় পুলিশ প্রধানের দায়িত্বে থাকা নূর মোহাম্মদ পরে মরক্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন। সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার আগে তিনি যুব ও ক্রীড়া সচিবের দায়িত্বও পালন করেন।