তফসিল ক্ষমতাসীনদের ইচ্ছায়: বিএনপি

একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় ক্ষমতাসীনদের আরও একটি একতরফা নির্বাচন অনুষ্ঠানের ইচ্ছার প্রতিফলন ঘটেছে বলে মনে করছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2018, 03:06 PM
Updated : 8 Nov 2018, 03:08 PM

আগামী ২৩ ডিসেম্বর ভোটের দিন রেখে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

বৃহস্পতিবার সন্ধ্যায় তার এই ঘোষণা আসার পর রাতে গুলশানের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের ফাঁকে দলের এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “জনগণের যে আশা-আকাঙ্ক্ষা তার কোনো প্রতিফলন না ঘটিয়েই নির্বাচন কমিশন একতরফাভাবে আবারো একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণা করেছে এবং এতে সরকারের ইচ্ছারই প্রতিফলন ঘটছে।

“এই তফসিল ঘোষণার ব্যাপারে আমাদের বক্তব্য একেবারে পরিষ্কার, জনগণের আশার পরিপন্থি কোনো নির্বাচন অনুষ্ঠান এদেশের জনগণ গ্রহণ করব না।”

জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নির্বাচন কমিশনে গিয়ে তফসিল পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন বলে জানান ফখরুল।

“সেটা পিছিয়ে দেওয়া হয়নি। জনগণের যে আশা-আকাঙ্ক্ষা তার প্রতিফলন না ঘটিয়ে একতরফাভাবে এটা করা হয়েছে।”