আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুক্রবার থেকে

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুক্রবার সকাল থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2018, 06:10 AM
Updated : 6 Nov 2018, 06:37 AM

দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তফসিল ঘোষণার পরদিন থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রির সিদ্ধান্ত রয়েছে আমাদের। সেই হিসেবে বৃহস্পতিবার তফসিল ঘোষণা হলে শুক্রবার সকাল থেকেই আমাদের মনোনয়ন ফরম নেওয়া যাবে।”

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ জানিয়েছেন, এবার তাদের মনোনয়ন ফরমের দাম ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে।

মনোনয়ন ফরম বিক্রির জন্য ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের পাশের নির্বাচনী কার্যালয়ে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দলের একাধিক নেতা জানিয়েছেন।

গোলাপ বলেন, “মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা রাখার জন্য আট বিভাগের আলাদা আলাদা বুথ করার চিন্তা ভাবনা আছে, সে অনুযায়ী আমরা কাজ করছি।”

নির্বাচন কমিশনের কর্মকর্তারা ইতোমধ্যে জানিয়েছেন, ডিসেম্বরের শেষভাগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার পরিকল্পনা ধরে সব প্রস্তুতি নিচ্ছেন তারা।