নতুন দল পিপিবির আত্মপ্রকাশ

ভোটের আগে ‘পিপলস পার্টি অব বাংলাদেশ (পিপিবি)’ নামের নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2018, 12:07 PM
Updated : 4 Nov 2018, 12:07 PM

রোববার বিকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে পিপিবির আহ্বায়ক রিটা রহমান এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, যিনি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গেও আছেন।

বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সদস্য জিয়াউর রহমানের সরকারের সিনিয়র মন্ত্রী মশিয়ুর রহমান যাদু মিয়ার মেয়ে রিটা রহমান, যিনি সাংবাদিকও।

যাদু মিয়ার ছেলে প্রয়াত শফিকুল গনি স্বপনের ছেলে ব্যারিস্টার জেবেল রহমান গানি বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান।

সম্প্রতি ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টে বিএনপি যুক্ত হওয়ার পর ২০ দলীয় জোট থেকে বেরিয়ে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর জাতীয় যুক্তফ্রন্টে যোগ দেন জেবেল রহমান।

সংবাদ সম্মেলনে রিটা রহমান বলেন, “মাওলানা ভাসানী ও মশিয়ুর রহমান যাদু মিয়ার যে নতুন প্রগতিশীল রাজনৈতিক ধারার সৃষ্টির লক্ষ্যে কাগমারী সম্মেলন পরবর্তিতে ন্যাপ ধারণ করে, সেই রাজনৈতিক ধারার প্রতিনিধিত্বকারী দল হিসেবে ন্যাপের মহান রাজনৈতিক ধারাবাহিকতাকে সমুন্নত রেখে আমরা এই দলের আত্মপ্রকাশ করেছি।”

নতুন বাংলাদেশ বিনির্মাণে ১১ দফা রূপকল্পও সংবাদ সম্মেলনে উপস্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের ‍উপদেষ্টা কাউন্সিলের সদস্য আতাউর রহমান ঢালী, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, প্রয়াত চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামের স্ত্রী জ্যোৎস্না কাজী, ছড়াকার আবু সালেহ, নতুন দলের যুগ্ম আহ্বায়ক শামসুল হক উপস্থিত ছিলেন।