নয়াপল্টনে বিএনপি নেতা আবু সাঈদের জানাজা অনুষ্ঠিত

বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু সাঈদ খান খোকনের জানাজা দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2018, 11:48 AM
Updated : 22 Oct 2018, 11:48 AM

সোমবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার‌্যালয়ের সামনে জানাজা অনুষ্ঠিত হয়।

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুল হাই, হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আসাদুজ্জামান রিপন, আবুল কালাম আজাদ সিদ্দিকী, মোস্তাফিজুর রহমান বাবুল, আবুল কালাম আজাদ সিদ্দিকী, আবদুস সালাম আজাদ, রফিক শিকদার, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ প্রমুখ জানাজায় অংশ নেন।

আবু সাঈদ খান খোকন হৃদরোগে আক্রান্ত হয়ে রাতে ইউনাইটেড হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক কর্মী দমনেই সরকার ‘গায়েবি’ মামলা করছে।

“আজকের এই সময়ে যখন আমরা গণতান্ত্রিক সমস্ত অধিকার থেকে বঞ্চিত, যখন আমাদের সভা করতে দেওয়া হয় না, একটা মিটিংও  করতে দেওয়া হয় না। গায়েবি মামলা দিয়ে রাজনৈতিক কর্মীদের হয়রানি করা হচ্ছে প্রতিনিয়ত।

“এই সময়ে আবু সাঈদ খান খোকনের মতো নিবেদিতপ্রাণ একজন গণতান্ত্রিক কর্মী চলে যাওয়া নিঃসন্দেহে বিরাট শূন্যতা সৃষ্টি করবে। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”

পরে নেতাকর্মীরা প্রয়াত নেতার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

জানাজার আবু সা।দি খান খোকনের দাফনের জন্য বনানী কবরস্থানে নেওয়া হয়।

খোকনের মৃত্যুতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শোক প্রকাশ করেছেন।