বিএনপির জনসভা পিছিয়েছে

ঢাকায় বৃহস্পতিবার জনসভার যে কর্মসূচি দিয়েছিল বিএনপি, তা দুই দিন পিছিয়ে শনিবার নতুন তারিখ রাখা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2018, 06:56 AM
Updated : 25 Sept 2018, 06:56 AM

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে ওই জনসভা করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

“এই জনসভা সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের দলের নেতা-কর্মী, অঙ্গসংগঠনগুলোর ইউনিট পুরোদমে কাজ করছে। আমরা আশা করছি, ২৯ সেপ্টেম্বরের জনসভাটি সাফল্যমণ্ডিত হবে।”

‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’র সমাবেশের পর রাজনীতিতে নতুন মেরুকরণের আলোচনার মধ্যে সোমবার এক সংবাদ সম্মেলনে রিজভী জনসভার এই কর্মসূচি ঘোষণা করেছিলেন।

প্রথমে বৃহস্পতিবার দিন ঠিক করা হলেও তা পিছিয়ে যাওয়ার কোনো কারণ বিএনপির পক্ষ থেকে জানানো হয়নি। 

শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি বিএনপি পেয়েছে কিনা জানতে চাইলে রিজভী বলেন, “আমরা ওইভাবে অনুমতি পাইনি। তবে আশা রাখছি অনুমতি পাব।”

অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, কেন্দ্রীয় নেতা শহীদউদ্দিন চৌধুরী এ্যানি,হাবিবুল ইসলাম হাবিব, আবুল কালাম আজাদ সিদ্দিকী, আসাদুল করীম শাহিন, মুনির হোসেন,আবদুল বারী ড্যানি, হারুনুর রশীদ হারুন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সর্বশেষ গত ১ সেপ্টেম্বর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা করে বিএনপি।