ঢাকায় বৃহস্পতিবার জনসভার ঘোষণা বিএনপির

‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’র সমাবেশের পর রাজনীতিতে নতুন মেরুকরণের আলোচনার মধ্যে বৃহস্পতিবার ঢাকায় জনসভার ঘোষণা দিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2018, 06:51 AM
Updated : 24 Sept 2018, 06:54 AM

সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির কথা জানান।

তিনি বলেন, “বিএনপি আগামী বৃহস্পতিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভার করা সিদ্ধান্ত গ্রহণ করেছে।

“আমরা এই জনসভা করবো বলে যথাযথ কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি। জনসভা নিয়ে আমাদের যে প্রক্রিয়া ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি।”

জনসভার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনও গণপূর্ত অধিদপ্তরকে চিঠি দিয়েছে বিএনপি।

কী কারণে এই জনসভা হবে তা জানতে চাইলে রিজভী বলেন, “বর্তমান রাজনীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে সেই জনসভা অনুষ্ঠিত হবে। সেটা সেদিনই জানতে পারবেন।”

সর্বশেষ গত ১ সেপ্টেম্বর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা করে বিএনপি।

সোমবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন, মুনির হোসেন, আবদুল আউয়াল খান ও সাইফুল ইসলাম পটু উপস্থিত ছিলেন।