অসুস্থ সৈয়দ আশরাফকে ছুটি দিল সংসদ

অসুস্থ হয়ে থাইল্যান্ডের হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ছুটি মঞ্জুর করেছে জাতীয় সংসদ।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2018, 02:00 PM
Updated : 19 Sept 2018, 04:37 AM

সৈয়দ আশরাফের পক্ষে প্রধান হুইপ আ স ম ফিরোজ ছুটির আবেদন করলে মঙ্গলবার সংসদে ভোটে তা মঞ্জুর করা হয়।

১৮ সেপ্টেম্বর ২০১৮ থেকে সংসদের পরবর্তী ৯০ বৈঠক পর্যন্ত তাকে ছুটি দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ গুরুতর অসুস্থ হয়ে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন বলে সংসদে জানানো হয়েছে।

মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্বের পর সৈয়দ আশরাফের ছুটির আবেদনের প্রসঙ্গটি তুলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদের কার্যপ্রণালী বিধি তুলে ধরে বলেন, কোনো সদস্যের অনুপস্থিতির জন্য ছুটির আবেদন করলে তা সংসদে পাঠ করে শোনানোসহ বিতর্ক ছাড়া ভোটে দেওয়ার বিধান রয়েছে।

বিধি অনুযায়ী স্পিকার আবেদনপত্রটি হাউজে পড়ে শোনান এবং সৈয়দ আশরাফের ছুটির বিষয়টি মানবিক দিক থেকে বিবেচনা করতে সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এ পর্যন্ত সংসদে এরকম ৫ জন ছুটি নিয়েছেন বলে জানান স্পিকার।

সৈয়দ আশরাফুল ইসলাম (ফাইল ছবি)

আবেদনপত্রে বলা হয়, সৈয়দ আশরাফ হাসপাতালের ‘ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ইউনিটে’ ভর্তি রয়েছেন। তার চিকিৎসায় আরও ‘অনেকদিন সময় লাগবে’।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলামের ছেলে আশরাফ ২০০৭ সালে আওয়ামী লীগের দুঃসময়ে দলের হাল ধরতে এগিয়ে আসেন। পরে কাউন্সিলে দলের সাধারণ সম্পাদক হন তিনি।

টানা দুই মেয়াদে সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর এখন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে রয়েছেন তিনি।  

গত বছর স্ত্রী শিলা ইসলামকে হারান ৬৮ বছর বয়সী সৈয়দ আশরাফ। তারপর থেকে তিনি নিজেও অসুস্থতায় ভুগছেন।