‘বারুদের স্তূপ, অপেক্ষা বিস্ফোরণের’

আওয়ামী লীগের ১০ বছরের শাসনে জনগণের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হয়ে আছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2018, 05:42 PM
Updated : 17 Sept 2018, 05:42 PM

“আজকে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের হৃদয়ে বারুদের স্তূপ জমেছে। বিস্ফোরিত হওয়ার অপেক্ষায় আছে। সেটা কখন-কীভাবে বিস্ফোরিত হবে সময়ই বলে দেবে,” বলেছেন তিনি।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে খালেদা জিয়া এবং তার বিশেষ সহকারী শিমুল বিশ্বাসের মুক্তি ও চিকিৎসা দাবিতে এক প্রতিবাদ সমাবেশে একথা বলেন নজরুল।

আগামীতে বড় আন্দোলনের প্রস্তুতি নিতে দলের নেতা-কর্মীদের এখন গ্রেপ্তার এড়িয়ে সাবধানে থাকার পরামর্শ দেন তিনি।

নির্বাচনের সময় নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “সংসদ বাতিল করতে হবে। নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। সেনাবাহিনী নিয়োগ করতে হবে। ইভিএম-টিভিএম চলবে না।”

মুক্ত খালেদা জিয়াকে নিয়ে আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণের আশা প্রকাশ করেন তিনি।

পরিবেশ দূষণে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে বলে প্রকাশিত বিশ্ব ব্যাংকের প্রতিবেদন তুলে ধরে নজরুল বলেন, “গত ১০ বছরে রাজনৈতিক দূষণে যে পরিমাণ মানুষ বাংলাদেশে মারা গেছে, তার পরিসংখ্যান করা হলে বিশ্বের এক নম্বর হবে এই দেশ।”