বাম জোটের সভায় ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান

নির্বাচনী সংস্কারসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাম জোটের এক মতবিনিময় সভায় ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক এসেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2018, 05:19 PM
Updated : 30 August 2018, 05:19 PM

বৃহস্পতিবারের এই সভায় সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, “সমাজের সর্বত্র আজ সংকটে আক্রান্ত। এই সংকট থেকে মুক্তি পেতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়তে হবে।”

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ, আইনজীবী, শিক্ষক, ছাত্র, যুবক, নারী, সাংস্কৃতিক ও আদিবাসী  গণসংগঠনগুলোর নেতারা অংশ নেন।

সভার শুরুতে সাইফুল হক জোটের পক্ষ থেকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জোটের করণীয় উত্থাপন করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বর্তমান সরকারের পদত্যাগ, দল নিরপেক্ষ তদারকি সরকার গঠন, নির্বাচন কমিশন পুনর্গঠনসহ নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ করার জন্য কালো টাকা, পেশিশক্তি, ধর্মের অপব্যবহার রোধ, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুর প্রস্তাব করেন তিনি।

সাইফুল হক বলেন, “গণতন্ত্র না থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শ্রমজীবী মেহনতি মানুষ। গণতান্ত্রিক সংগ্রামকে জয়ী করতে হলে সাম্প্রদায়িক শক্তিকে পরাভূত করতে হবে।”

সিপিবি সভাপতি সেলিম বলেন, “শাসক শ্রেণির কাছে বাংলাদেশ আজ পরিত্যক্ত ভূমি। এদেশের পরিবেশ-শিক্ষা-সংস্কৃতি-অর্থনীতি অবনতিতে তাদের কিছু আসে যায় না। কারণ বিদেশে রয়েছে তাদের দ্বিতীয় আবাস।

“আমাদেরকে আশু-মধ্যবর্তী ও দূরবর্তী রাজনৈতিক লক্ষ্য অর্জনের লড়াইকে একইসাথে এগিয়ে নিতে হবে।”

বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী)’র নেতা ফখরুদ্দিন কবির আতিক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আজিজুর রহমান, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক সভায় বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন সিপিবির সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন।

বিভিন্ন সংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন মাহমুদ সেলিম, ইয়াসিন, বহ্নিশিখা জামালী, ডা. শাকিল আখতার, আব্দুর রাজ্জাক, আবু তাহের, শামীম ইমাম, জুলহাসনাইন বাবু, বিনয় চাকমা, জান্নাতুল মরিয়ম, জামসেদ আনোয়ার তপন, নিমাই গাঙ্গুলী, তসলিমা আক্তার বিউটি, গোলাম মোস্তফা, মাহবুবুর রহমান, মন্টু ঘোষ, জাহিদ হোসেন খান, আব্দুস সাত্তার, আবদুল্লাহ শাহরিয়ার সাগর, শামসুজ্জামান হীরা, আব্দুল মান্নান, শম্পা বসু, আমেনা আক্তার প্রমুখ।