স্বস্তি ফিরলেও ষড়যন্ত্র বন্ধ হয়নি: কাদের

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের পর শিক্ষার্থীরা ঘরে ফিরে যাওয়ায় আপাতত স্বস্তি ফিরলেও ষড়যন্ত্র বন্ধ হয়নি বলে সবাইকে সর্তক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2018, 03:20 PM
Updated : 9 August 2018, 03:20 PM

বৃহস্পতিবার সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় এই সতর্কবার্তা দেন তিনি।

কাদের বলেন, “কোটার আন্দোলনের উপর তারা ভর করেছে, ছাত্রছাত্রীদের নিরাপদ সড়কের আন্দোলনের উপরও বিএনপি ভর করেছে। কোটায় ব্যর্থ নিরাপদ সড়কের ছাত্রছাত্রীদের আন্দোলনে অনুপ্রবেশ করেও তারা ব্যর্থ।”

শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রবেশের কথা তুলে ধরে তিনি বলেন, “ভুয়া ছাত্র সাজিয়ে, স্কুলের ব্যাগ কাঁধে ঝুলিয়ে, ভেতরে শিলা পাথর, চাপাতি, ছোরা, আগ্নেয়াস্ত্র… এটা প্রমাণিত, হাতেনাতে ধরা পড়ে গেছে। নীলক্ষেত থেকে ভুয়া আইডি কার্ড তৈরি করেছে। হাজার হাজার স্কুল ড্রেস তৈরি করেছে, ভুয়া শিক্ষার্থী তৈরি করেছে।”

আওয়ামী লীগের কার্যালয়ে যে চার মেয়েকে আটকে রাখা হয় বলে ফেইসবুকে গুজব ছড়ানো হয়েছিল, সেই মেয়েরা এখন পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, “কয়েকদিন পর সেই চারজনকে হাজারীবাগে পাওয়া গেছে। এখন পুলিশের কাছে আছে।”

কাদের বলেন, “আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ। দেশের মানুষ আশঙ্কায় ছিল, আতঙ্কে ছিল- কখন যে কী হয়! আপাতত স্বস্তি ফিরে এসেছে, কিন্তু ষড়যন্ত্র বন্ধ হয়নি।”

সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ সভাপতি মুহাম্মদ বদরুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, স্থানীয় সরকার বিভাগের সচিব জাফর আহমদ খান, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মোশারফ হোসেন বক্তব্য রাখেন।