বিএনপি নেতা বদরুজ্জামান খসরু মারা গেছেন

বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক বদরুজ্জামান  খসরু আর নেই।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2018, 05:41 PM
Updated : 11 July 2018, 05:41 PM

বুধবার বিকালে ঢাকার স্কয়ার হাসপাতালে তার মৃত্যু ঘটে। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

তার ছেলে মাহবুবুর রহমান সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে বাসায় বাবা হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিকাল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।”

এশার নামাজের পর ধানমন্ডির সাত নম্বর বায়তুল আমান মসজিদে মরহুমরে প্রথম জানাজা হয়।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বেলা  ১১টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে, বাদ জোহর নারায়ণগঞ্জের আড়াইহাজারে শহীদ মনজুর স্টেডিয়ামে, বাদ আসর প্রয়াতের গ্রাম আড়াইহাজারের ইলমদীতে জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে খসরুকে দাফন করা হবে।

বদরুজ্জামান খসরু আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি নারায়ণগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন।

বদরুজ্জামান খসরুর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।