বিএনপির অনশন গুলিস্তানের নাট্যমঞ্চে

খালেদা জিয়ার জামিন স্থগিতের প্রতিবাদ এবং তার মুক্তির দাবিতে সোমবার ঢাকার গুলিস্তানের নাট্যমঞ্চ (কাজী বশির মিলনায়তন) প্রতীক অনশন কর্মসূচি পালন করবে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2018, 01:27 PM
Updated : 8 July 2018, 01:27 PM

সেদিন সারাদেশে জেলা সদরে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কর্মসূচি হবে।

রোববার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “মহানগর নাট্যমঞ্চে প্রতীক অনশন কর্মসূচির অনুমতির বিষয়ে পুলিশ ও মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা আমাকে ইতিবাচকভাবে জানিয়েছেন। মৌখিক অনুমতি আমাদেরকে জানিয়েছেন তারা।

“আশা করছি, যথাসময়ে  এটার জন্য যে প্রয়োজনীয় কাগজপত্র, তা আমরা পেয়ে যাব।”

রিজভী জানান, এই কর্মসূচিতে বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির নেতারা উপস্থিত থাকবেন।

“দেশের বুদ্ধিজীবী, নাগরিক সমাজের সদস্যগণ, বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ, ২০ দলীয় জোটের নেতৃবৃন্দসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি।”

শান্তিপূর্ণ এই কর্মসূচিতে মহানগর বিএনপির নেতা-কর্মীসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেবেন বলে জানান তিনি।