মশাল নিয়ে আম্বিয়ার রিট আবেদন খারিজ

হাসানুল হক ইনু নেতৃত্বাধীন জাসদকে মশাল প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে দলটির শরীফ নুরুল আম্বিয়া নেতৃত্বাধীন অংশের দায়ের করা রিট আবেদন খারিজ হয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2018, 04:12 PM
Updated : 5 July 2018, 04:12 PM

বৃহস্পতিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি শশাংক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ খারিজের এই আদেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রিটকারী পক্ষ আদালতে উপস্থিত না থাকায় জাসদের দলীয় প্রতীক মশাল সংরক্ষণ নিয়ে রিটটি খারিজ করে দিয়েছে আদালত।

“কয়েক দফা শুনানির তাগিদ দিয়ে আজ শুনানির দিন নির্ধারণ করা ছিল। কিন্তু আজকেও রিটকারী পক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।”

কয়েক বছর আগে সম্মেলনে জাসদ ভেঙে যায়। একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন তথ্যমন্ত্রী ইনু; অন্য অংশের নেতৃত্ব দিচ্ছেন আম্বিয়া।

ভাগ হওয়ার পর মশাল প্রতীক দুই পক্ষই চাইলে নির্বাচন কমিশন ইনুর পক্ষেই সিদ্ধান্ত দেয়। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গিয়েছিল আম্বিয়া নেতৃত্বাধীন অংশ।