‘আশার আলো’ দেখছেন নোমান

দেশে রাজনৈতিক অবস্থার পরিবর্তন আনতে ‘জাতীয় ঐক্য’ গড়ার ক্ষেত্রে ‘আশার আলো’ দেখার কথা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2018, 05:36 PM
Updated : 4 July 2018, 05:36 PM

আর মধ্য দিয়েই আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হবে বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে কমল একাডেমির  উদ্যোগে ‘গণতন্ত্র পুনরুদ্ধার, বেগম খালেদা জিয়ার মুক্তি ও একটি গ্রহণযোগ্য নির্বাচন’ শিরোনামের আলোচনা সভায় এসব বলেন নোমান।

তিনি বলেন, “আজ দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে বিএনপি ও ২০ দলীয় জোট আমরা চেষ্টা করছি, জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য।

“এই ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা লক্ষ করছি একটা আশার আলো প্রজ্বলিত হয়েছে এবং এটা ধীরে ধীরে আরও বেগবান হবে।”

খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ‘ভুল-ত্রুটি’ স্বীকার করে নিয়ে নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

ওই দুই সিটি পুনঃনির্বাচন দাবি করে এই বিএনপি নেতা বলেন, “আজকে পত্রিকায় দেখলাম নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, খুলনা ও গাজীপুরের নির্বাচন সুষ্ঠু হয় নাই, অনেক ভুল ত্রুটি হয়েছে।

“নির্বাচন কমিশন যেখানে বলছে যে, ওই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয় নাই… কমিশনের উচিৎ পদত্যাগ করা।”

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর পুলিশ ও ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের `হামলার’ কঠোর সমালোচনা করেন নোমান।

আয়োজক সংগঠনের সভাপতি মইনুল আহসান মুন্নার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বিএনপির ব্যারিস্টার সারোয়ার হোসেন, মিয়া মো. আনোয়ার, কল্যাণ পার্টির সাহিদুর রহমান তামান্না, সাংবাদিক এম এ আজিজ প্রমূখ।