১১ লাখ ৩৭ হাজার ভোটারের গাজীপুর সিটি করপোরেশনের ৪২৫টি কেন্দ্রের মধ্যে ব্যালট বাক্স ছিনতাই ও জালভোটসহ বিভিন্ন অনিয়মের কারণে স্থগিত ৯টি কেন্দ্র থেকে ৮টি কেন্দ্রের পুনঃভোটের তারিখ ১৯ জুলাই নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
Published : 03 Jul 2018, 01:11 AM
সোমবার ইসির যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
স্থগিত ৯ কেন্দ্রে সর্বমোট ভোট ছিল ২৩ হাজার ৯৫৯টি।
তবে ঘোষিত ৮টি কেন্দ্রে কাউন্সিলর পদে নির্বাচন হবে জানিয়ে ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, “আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম দুই লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী হওয়াতে এসব কেন্দ্রে মেয়র পদে ভোট হবে না।
“বাকি একটিতে কেন্দ্রের মোট ভোট সংখ্যা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যকার ব্যবধানের চেয়ে কম হওয়ায় সেটিতেও ভোটের প্রয়োজন হবে না।”
যে আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সেগুলোর মধ্যে মদিনা তুল উলুম সিনিয়র মাদরাসা-১ (মহিলা কেন্দ্রে) সংরক্ষিত ৯নং ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে ভোট হবে।
একইভাবে খরতৈল মনসুর আলী আদর্শ বিদ্যালয়ে স্থাপিত দুটি কেন্দ্রে ৫১ নম্বর ও হাজী পিয়ার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরুষ) কেন্দ্রে ৫৩ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ভোট হবে।
স্থগিত আটটি কেন্দ্রে নির্বাচন প্রসঙ্গে রিটার্নিং অফিসারের কাছে পাঠানো ইসির চিঠিতে জানানো হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) বিধিমালা, ২০১০ এর ৩৭ বিধির (২) উপবিধি অনুসারে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৯নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর এবং ৩৭, ৪২, ৪৮, ৫১ ও ৫৩ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদ ব্যতিত মেয়রসহ অন্যান্য পদে ফলাফল ঘোষণা করে তা কমিশনে পাঠানোর সিদ্ধান্ত দেয়া হয়েছে।
এতে আরও বলা হয়, বন্ধ ঘোষিত ৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৮টিতে সংশ্লিষ্ট পদে পদ্ধতিগতভাবে পুনঃভোট গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
প্রতিষ্ঠার পর গাজীপুর সিটি করপোরেশনে দ্বিতীয় ভোটে নির্বাচন কমিশনের হিসাবে ২৬ জুন গাজীপুর সিটি কর্পোরেশনে অনুষ্ঠিত নির্বাচনে ৪১৬ কেন্দ্রে মোট ভোট পড়েছে ৬ লাখ ৪৮ হাজার ৭৪৯টি। এর মধ্যে ১৮ হাজার ৬৩৮ ভোট বাতিল হয়েছে বিভিন্ন কারণে। ফলে মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়াচ্ছে ৬ লাখ ৩০ হাজার ১১১টি।
আরও খবর