আ. লীগের কেন্দ্রীয় কমিটিতে আজমত উল্লাহ

এবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন না পাওয়া আজমত উল্লাহ খানকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য করেছেন শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2018, 04:07 PM
Updated : 1 July 2018, 04:07 PM

রোববার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “আওয়ামী লীগ সভানেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা গত ২২ ও ২৩ অক্টোবর ২০১৬ আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে অ্যাডভোকেট আজমত উল্লাহ খানকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।”

গাজীপুরে গত সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সমর্থন নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান। ওই সময় দলের সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে জাহাঙ্গীরও প্রার্থী হয়েছিলেন। তবে ভোটের মাঠে অনুপস্থিত ছিলেন তিনি। ভোটে জয়ী হন বিএনপির এম এ মান্নান।

এবার গাজীপুরে নৌকা প্রতীকে লড়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। নির্বাচনে জাহাঙ্গীরের পাশেই ছিলেন আজমত উল্লাহ।

২০১৬ সালে আওয়ামী লীগের ওই সম্মেলনে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কাউন্সিলে তাদের সঙ্গে সভাপতিমণ্ডলীসহ সম্পাদকমণ্ডলীর কয়েকটি পদের নেতাদের নামও ঘোষণা হয়েছিল।

সম্মেলনের দুই দিন পর ওবায়দুল কাদের সম্পাদকমণ্ডলীর ২৭ সদস্যের মধ্যে ২২ জনের নাম ঘোষণা করেন। পরে সম্পাদকমণ্ডলীর বাকি সদস্যদের নামও ঘোষণা করা হয়।

এছাড়া কার্যনির্বাহী সদস‌্যের ২৮টি পদ পূর্ণ হলেও সদস্য বিপ্লব বড়ুয়াকে পরে উপ-দপ্তর সম্পাদক এবং শাম্মী আহমেদকে আন্তর্জাতিক বিষয়ক সম্পদে পদে নিয়োগ দেওয়ায় দুটি সদস্য পদ খালি হয়। আজমত উল্লাহ খানকে নিয়ে তার একটি পদ পূর্ণ হল।