হাসান সরকারের ভাতিজাকে নিয়ে গেছে পুলিশ, দাবি বিএনপির

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের ভাতিজা স্থানীয় যুব দল নেতা মামুন সরকারকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2018, 02:45 PM
Updated : 23 June 2018, 02:56 PM

দলটির ৪৯ নম্বর ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রফিকুল ইসলাম রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিকালে সাদা পোশাকের পুলিশ টঙ্গীর বাসা থেকে তাকে তুলে নিয়ে যায়।

তবে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ সাংবাদিকদের বলেছেন, মামুনকে আটকের বিষয়ে কোনো তথ্য তার কাছে নেই।

মামুন সরকার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান সরকারের চাচাতো ভাইয়ের ছেলে। ২৬ জুন নির্বাচন সামনে রেখে হাসান সরকারের ভোটের প্রচারে মামুনও সক্রিয় ছিলেন। 

রফিকুল ইসলাম রিপন বলেন, “সন্ধ্যা ৭টায় অস্ত্র হাতে সাদা পোশোর পুলিশ সদস্যরা টঙ্গীর বর্ণমালা রোডে সরকার বাড়িতে যায়। তারা মামুন সরকারকে বেরিয়ে আসতে বলে। পরে তাকে একটি কালো রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যায় তারা।”

জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুনতে পাচ্ছি পুলিশ মামুনকে ছেড়ে দিয়ে থাকতে পারে । তবে আমরা এখনও তার খোঁজ পাইনি।”

এর আগে শনিবার নগরীর পূবাইল এলাকায় গণসংযোগে গিয়ে হাসান সরকার অভিযোগ করেন,তার নেতা-কর্মীদের বাড়িতে গিয়ে অভিযানের নামে পুলিশ হয়রানি করছে, মামলা না থাকলেও গ্রেপ্তার করা হচ্ছে।