যুবদল নেতা সালাহউদ্দিন টুকুকে তুলে নেওয়ার অভিযোগ

জাতীয়তাবাদী যুব দলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন আহমেদ টুকুকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাসা থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2018, 07:39 PM
Updated : 11 June 2018, 07:39 PM
সোমবার রাত সাড়ে ১২টার দিকে উত্তরার ১৩ নং সেক্টরের নিজের বাসা থেকে তাকে তুলে নেওয়া হয় বলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টুকুকে তুলে নিয়ে যায়। সাথে তার গাড়ি চালককেও নিয়ে গেছে তারা। শুধু তাই নয়, আমি শুনেছি, ওই সদস্যরা বাড়ির সিসিটিভি ক্যামেরা ভাংচুর করেছে।

“আমরা মনে করি, সরকারি বাহিনীর লোকজনই এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা এহেন ঘটনার নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তার মুক্তি দাবি করছি।”

এবিষয়ে উত্তরা (পশ্চিম) থানার ওসি আলী হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টুকুকে গ্রেপ্তারের বিষয়টি তার জানা নেই। তিনি খোঁজ নিয়ে দেখছেন।

চলতি সপ্তাহে জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে এরকম আলোচনা রয়েছে।