অবিলম্বে খালেদার চিকিৎসা দরকার: লন্ডনে ফখরুল

অবিলম্বে খালেদা জিয়ার সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যুক্তরাজ্য প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2018, 09:16 PM
Updated : 11 June 2018, 02:39 AM

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে এই দাবি জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খালেদা জিয়া ‘গুরুতর’ অসুস্থ হলেও তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না বলে অভিযোগ করেন ফখরুল।

একদিন আগে কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে এসে তার ব্যক্তিগত চিকিৎসকরা বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার যে বিবরণ দিয়েছেন তা নিয়ে গভীর উদ্বেগ জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, “তিনি পড়ে গিয়েছিলেন। হোঁচট খেয়ে পড়ে যানননি, তার শারীরিক অসুস্থতার কারণে পড়ে গিয়েছিলেন।

“অবিলম্বে তার চিকিৎসা দরকার।”

সরকারের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, “শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ একটা শ্বাসরুদ্ধকর অবস্থায় আছে।”

এই অবস্থা থেকে উত্তরণে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদেরও সক্রিয়তা প্রত্যাশা করেন তিনি।

খারাপ অবস্থায়ও ভেঙে না পড়ার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, “হতাশার কোনো কারণ নেই। রাত্রির পরেই হবে নতুন সূর্যোদয়।”

এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পাঠ করেন সাবেক শিক্ষক ফখরুল।

“যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে,

সব সংগীত গেছে ইঙ্গিতে থামিয়া,

তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,

এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।”

দেশে সরকারবিরোধী জাতীয় ঐক্য গঠনের প্রক্রিয়া চলার কথা তুলে ধরে তাতে সফল হওয়ার আশাবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব।

আন্দোলনে সফলতার প্রত্যাশা জানিয়ে কাজী নজরুল ইসলামের ‘দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে!’ কবিতা পাঠের মধ্য দিয়ে বক্তব্যের সমাপ্তি টানেন তিনি।