‘মাদক সম্রাট’ তো সংসদেই: এরশাদ

সরকারের চলমান মাদক দমন অভিযান নিয়ে প্রশ্ন ‍তুলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2018, 04:19 PM
Updated : 23 May 2018, 04:19 PM

“মাদক সম্রাট তো সংসদেই আছে। তাদেরকে বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলান,” সরকারের উদ্দেশে বলেছেন তিনি।

বুধবার ঢাকার কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় পার্টি আয়োজিত ইফতার অনুষ্ঠানে একথা এরশাদ।

প্রধানমন্ত্রীর নির্দেশের পর আইনশৃঙ্খলা বাহিনী মাদক নির্মূলে যে অভিযানে নেমেছে, তাতে প্রতিরাতেই গুলিবিদ্ধ হয়ে অনেকে মারা যাচ্ছেন।

অভিযানের সময় গোলাগুলি তাদের মৃত্যুর কারণ বলে আইনশৃঙ্খলা বাহিনী দাবি করলেও এই বক্তব্যের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মীরা।

কথিত এই বন্দুকযুদ্ধের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে বিএনপি দাবি তোলার পর এখন আওয়ামী লীগের ঘনিষ্ঠ এরশাদের কাছ থেকেও তা নিয়ে প্রশ্ন উঠল।

সংসদ সদস্য এরশাদ সংসদে ‘মাদক সম্রাট’ রয়েছেন বলে দাবি করলেও কারও নাম তিনি জানাননি।

তিনি বলেন, “এভাবে বিনা বিচারে মানুষ হত্যা করতে পারেন না। প্রত্যেক নাগরিকেরই সাংবিধানিকভাবে বিচার পাওয়ার অধিকার আছে। বিশ্ব এটা মেনে নেবে না।”

মাদক আইনে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধানের প্রস্তাব রেখে তা সংসদের আগামী অধিবেশনে তুলতে সরকারকে আহ্বান জানান প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান।

ঢাকা শহরের যানজটের প্রসঙ্গ ধরে প্রশাসনিক বিকেন্দ্রিকরণের প্রস্তাব আবারও তুলে ধরেন এরশাদ।

তিনি বলেন, “যানজটের কারণে প্রতিদিন গড়ে ৫১ লাখ কর্মঘণ্টা অপব্যয় হচ্ছে। হাজার হাজার কোটি টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশ।

“এ থেকে পরিত্রাণ পেতে হলে প্রশাসনের বিকেন্দ্রিকরণ করতে হবে। প্রাদেশিক শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। জাতীয় পার্টি ক্ষমতায় এলে এগুলো বাস্তবায়ন করে ঢাকাকে যানজট মুক্ত করব।”

ইফতার অনুষ্ঠানে সংসদে বিরোধী দলের নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা উপস্থিত ছিলেন।