রোহিঙ্গা-ফিলিস্তিনিদের প্রতি এরশাদের সহমর্মিতা

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং মুক্তিকামী ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2018, 07:58 PM
Updated : 18 May 2018, 07:58 PM

শুক্রবার রাজধানীর গুলশানের একটি হোটেলে দলের এক ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, “সময়ের আবর্তনে বছর ঘুরে আবার পবিত্র রমজান মাস এসেছে। এই মাস সংযমের মাস, আত্মশুদ্ধির মাস। গত একবছরেরও বেশি সময় ধরে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রিত অবস্থায় রয়েছে। মিয়ানমার সেনাবাহিনীর বর্বর আক্রমণের শিকার হয়েই তারা আমাদের দেশে আশ্রয় নিয়েছে।

“আজ রোজার প্রথম দিনে আমি দোয়া করি, তারা যেন সসম্মানে নিজের দেশে ফিরে যেতে পারে।”

ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি নিহতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “প্যালেস্টাইনে কী হচ্ছে আপনারা জানেন? নির্যাতনের শিকার একটি জনগোষ্ঠী, কেউ এই নির্যাতনের বিরুদ্ধে কথা বলে না… তারাও মানুষ। আমরা এই নির্যাতনের তীব্র প্রতিবাদ জানাই।”

অনুষ্ঠানে জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ও শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, সৈয়দ আবু হোসেন বাবলা, এসএম ফয়সল চিশতী উপস্থিত ছিলেন।