আ. লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠিত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ ‘জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2018, 01:19 PM
Updated : 16 April 2018, 01:19 PM
দলের সভাপতি শেখ হাসিনা এই কমিটির চেয়ারম্যান। আর কো-চেয়ারম্যান হিসেবে আছেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য হোসেন তওফিক ইমাম (এইচ টি ইমাম)।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন।

সোমবার দলের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা নির্বাচন পরিচালনা কমিটিতে সদস্য হিসেবে আছেন।

সংবিধান অনুযায়ী চলতি বছরের নভেম্বর থেকে আগামী বছেরের জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে।

ভোটের বছরের শুরুতে গত ১২ জানুয়ারি জাতির উদ্দ্যেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ২০১৮ সালের শেষ দিকে একাদশ জাতীয় সংসদের নির্বাচন হবে। আর তা হবে সংবিধান মেনে, অর্থাৎ তার নেতৃত্বাধীন সরকারের অধীনে। তবে ২০১৩ সালের মত এবারও নির্বাচনের আগে মন্ত্রিসভা পুনর্গঠনের মাধ্যমে একটি ‘নির্বাচনকালীন সরকার’ গঠন করা হবে। 

বিভিন্ন জেলা সফরে গিয়ে আওয়ামী লীগের জনসভায় তিনি ইতোমধ্যে দলের নির্বাচনী প্রতীক নৌকার পক্ষে ভোট চাইতে শুরু করেছেন।