দুই মামলায় খালেদার জামিন শুনানি ২৫ এপ্রিল

দুর্নীতি মামলায় দণ্ড নিয়ে কারাবন্দি খালেদা জিয়ার অন্য দুটি মামলায় জামিনের আবেদনের শুনানির জন্য ২৫ এপ্রিল দিন ঠিক করেছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2018, 05:49 PM
Updated : 15 April 2018, 05:49 PM

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের দুই বিচারক রোববার এই দিন ঠিক করেন।

এই মামলা দুটির একটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে; ভুয়া জন্মদিন পালনের অভিযোগে অন্য মামলাটি করেন সাংবাদিক গাজী জহিরুল ইসলাম।

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের দণ্ড নিয়ে বিএনপি চেয়ারপারসন এখন কারাবন্দি। তিনি আপিল করে জামিনের আবেদন করেছেন। তার ওই আবেদনে আপিল বিভাগের আদেশ হবে মে মাসে।

যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগের মামলাটিতে খালেদার জামিন শুনানির জন্য হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী ২৫ এপ্রিল তারিখ ঠিক করেন।

বিএনপি চেয়ারপারসনের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, গত ১২ এপ্রিল তারা দুটি মামলায় খালেদা জিয়ার উপস্থিতিতে জামিন শুনানির আবেদন করেন।

তিনি বলেন, “এ বি সিদ্দিকের মামলাটিতে আজ (রোববার) শুনানির জন্য ধার্য ছিল। আদালত তা পিছিয়ে ২৫ এপ্রিল ধার্য করেছেন। অন্য মামলাটির ধার্য তারিখ রয়েছে ২৫ এপ্রিল। ওই আদালতে ওইদিন জামিন শুনানি হবে।”

দুটি মামলার শুনানি ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠের আদালতে হবে বলে জানান মাসুদ তালুকদার।
২০১৬ সালের ৩ নভেম্বর এ বি সিদ্দিকী মানহানির মামলাটি করেছিলেন। একই বছরের ৩০ অগাস্ট জহিরুল ইসলামের মামলাটি হয়।