মির্জা ফখরুলের মায়ের মৃত্যু

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2018, 08:35 AM
Updated : 13 April 2018, 02:45 AM

ফাতিমা আমিন বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতা নিয়ে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে চিকিৎসকরা ফাতিমা আমিনকে মৃত ঘোষণা করেন।

“উনার ডায়াবেটিকস আর হাই ব্লাড প্রেসার ছিল। কিডনি আর ফুসফুসের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে।”

ফাতিমা আমিনের মৃত্যুর সময় মির্জা ফখরুলরা তিন ভাই ও চার বোন এবং তাদের পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন।

এক মেয়ের জামাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমানও এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালে।

ফাতিমা আমিনের স্বামী সাবেক মন্ত্রী মির্জা রুহুল আমিন মারা যান এক দশক আগে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের মহাসচিবের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, কেন্দ্রীয় নেতা শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, কায়সার কামাল, আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, আমিরুজ্জামান শিমুল, কামাল আনোয়ার আহমেদ, এজমল হোসেন পাইলটসহ দলীয় নেতৃবৃন্দ এবং আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান হাসপাতালে আসেন মির্জা ফখরুলকে সান্ত্বনা দিতে।

ওবায়দুল কাদেরের টেলিফোন

বিএনপি মহাসচিবের মায়ের মৃত্যু সংবাদ শুনে ফোন করে তার সঙ্গে কথা বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সস্পাদক ওবায়দুল কাদের।

বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানান, ওবায়দুল কাদের ফোন করে শোক প্রকাশ করেছেন এবং সমবেদনা জানিয়েছেন।

জানাজা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার মাগরিবের পর গুলশানের আজাদ মসজিদে ফাতিমা আমিনের জানাজা হবে। রাতে বারডেমের হিমঘরে কফিন রেখে শুক্রবার দাফনের জন্য নিয়ে যাওয়া হবে ঠাকুরগাঁওয়ে।

বিকালে ঠাকুরগাঁও জেলা স্কুলে মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

খন্দকার মোশাররফ বলেন, “আমি বিএনপির পক্ষ থেকে ফাতিমা আমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

শোক

বিকল্পধারা বাংলাদেশ সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী, এলডিপি সভাপতি অলি আহমেদ, জেএসডি সভাপতি আসম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, বিজেপি সভাপতি আন্দালিব রহমান পার্থ, জাতীয় পার্টির (কাজী জাফর) টি আইএম ফজলে রাব্বী চৌধুরী ও মহাসচিব মোস্তফা জামাল চৌধুরী, ইসলামী ঐক্যজোটের এম এ রকীব, খেলাফত মজলিসের মাওলানা মুহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপার  অধ্যাপিকা রেহানা প্রধান, খন্দকার লুৎফর রহমান, এনপিপির  ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপির খন্দকার গোলাম মূর্তজা, পিপলস লীগের গরীবে নেওয়াজ, ডিএল-এর সাইফুদ্দিন আহমেদ মনি, লেবার পার্টির একাংশের মোস্তাফিজুর রহমান ইরান, ফরিদ উদ্দিন, অপর অংশের এমদাদুল হক চৌধুরী, হামদুল্লাহ আল মেহেদি, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মো. ওয়াক্কাস, মাওলানা আবদুর রব ইউসুফী, মুসলিম লীগের এএইচএম কামরুজ্জামান খান পৃথক বার্তায় বিএনপি মহাসচিবের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।