পদত্যাগী ছাত্রলীগ নেতাদের ছাত্রদলের সাধুবাদ

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে ছাত্রলীগের যেসব নেতা পদত্যাগ করেছেন, তাদের সাধুবাদ দিয়েছে ছাত্রদল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2018, 05:15 PM
Updated : 11 April 2018, 05:15 PM

বুধবার ছাত্রদলের এক বিবৃতিতে বলা হয়, “এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে যেসব ছাত্রলীগ নেতা-কর্মী পদ ছেড়ে সাধারণ শিক্ষার্থীদের কাতারে যোগ দিয়েছেন, ছাত্রদল তাদেরকে সাধুবাদ জানাচ্ছে।”

সরকার চাকরিতে নিয়োগে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এই বিবৃতি দেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ হামলার নিন্দা জানান তারা।

সরকারের সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, “এই অবৈধ সরকার কোটার নামে আসলে সরকারি চাকরির ক্ষেত্রে ছাত্রলীগ ও দলীয় লোকজনকে পদায়ন করছে।”

আন্দোলনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাড়িতে হামলার জন্য ছাত্রলীগকেই দায়ী করেন ছাত্রদলের নেতারা।

বিবৃতিতে বলা হয়, “ছাত্রলীগের সব কর্মকাণ্ড দেখে এটাই প্রতীয়মান হয় যে, বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসায় যারা আক্রমন চালিয়েছে তারা এই অবৈধ সরকারের মদদপুষ্ট ছাত্রলীগের লোকজন। যৌক্তিক একটি আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য তারা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে।”