দুই সিটি নির্বাচন: বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা সন্ধ্যায়

খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনীতদের প্রার্থীদের নাম জানা যাবে  সন্ধ্যায়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2018, 08:12 AM
Updated : 9 April 2018, 08:12 AM

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

তিনি বলেন, “গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আমাদের দলের প্রার্থীর নাম আজ সন্ধ্যা সাড়ে ৭টায় আমরা ঘোষাণা করব। গুলশানে চেয়ারপারসনের কার্যালয় থেকে এটা ঘোষণা করা হবে।”

দুই সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে মোট ৯ জন রোববার রাতে দলের মনোনয়ন বোর্ডের কাছে সাক্ষাৎকার দেন।

তাদের মধ্যে গাজীপুরের বর্তমান মেয়র আবদুল মান্নানসহ ছয়জন এবং খুলনার বর্তমান মেয়র মনিরুজ্জামান মনিসহ তিনজন মেয়র পদে ধানের শীষ প্রতীক পেতে সাক্ষাৎকার দিয়েছেন।

এ দুই সিটি করপোরেশনের নির্বাচনের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ রোববারই তাদের প্রার্থী চূড়ান্ত করেছে।

গাজীপুরে নৌকা প্রতীকে লড়ার জন্য বেছে নেওয়া হয়েছে নতুন প্রার্থী জাহাঙ্গীর আলমকে। আর খুলনায় গতবার হেরে যাওয়া তালুকদার আবদুল খালেক এবারও আওয়ামী লীগের প্রার্থী।

আগামী ১৫ মে ভোটের দিন রেখে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১২ এপ্রিল; যাচাই-বাছাই ১৫-১৬ এপ্রিল ও প্রত্যাহারের শেষ সময় ২৩ এপ্রিল।