‘লেভেল প্লেইং ফিল্ড’ প্লেটে তুলে দেওয়া যায় না: কাজী রকিব

নির্বাচনের সবার জন্যে সমান সুযোগ তৈরিতে সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার দায়িত্ব রয়েছে মন্তব্য করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ চাইলে রাজনৈতিক দলগুলোকে আগে মাঠে থাকতে হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2018, 04:17 PM
Updated : 7 April 2018, 09:45 AM

শুক্রবার ‘নির্বাচন বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ’ এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন কাজী রকিব, যাকে মেয়াদের প্রায় পুরোটা সময় বিএনপির সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে।

তিনি বলেন, “লেভেল প্লেইং ফিল্ড প্লেটে করে তুলে দেওয়া যায় না। এটা খেলতে খেলতে হয়। দুই দল যদি সমান সমান হয়, আর যদি খেলা শুরু করে তবে ওখানেই ফিল্ড তৈরি হয়। “

কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন ইসির অধীনে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন হয়। বিএনপিসহ সমমনা দলগুলোর বর্জন আর সহিংসতার মধ্যে ওই নির্বাচনে জিতে আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে। 

সাবেক এ সিইসি বলেন, নির্বাচনে ‘লেভেল প্লেইং ফিল্ড’ তৈরি করা কারও একার দায়িত্ব নয়। সমান সুযোগ চাইলে রাজনৈতিক দলগুলোকেও সক্রিয় থাকতে হয়।

“রাজনৈতিক দলগুলো যদি অ্যাকটিভলি এগিয়ে আসে, ফেয়ারলি পার্টিসিপেট করে, তাহলে কিন্তু ব্যালেন্স ওখানেই হয়ে যায়।”

এক প্রশ্নের জবাবে কাজী রকিব বলেন, “অংশগ্রহণমূলক নির্বাচন হল এসেন্স অব ডেমোক্রেসি। এটা ছাড়া কোনো উপায় নাই। এটা হতেই হবে। 

নির্বাচন কমিশন কেন্দ্রিক সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) উদ্যোগে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি) তিন দিনের এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

এ কর্মসূচির দ্বিতীয় দিন বিভিন্ন সেশনে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, অধ্যাপক তোফায়েল আহমেদ ও বক্তব্য দেন।

বিভিন্ন সংবাদমাধ্যমের ৩৫ জন সাংবাদিক পিআইবি’র তত্ত্বাবধানে এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।