আওয়ামী লীগ অর্জনের পার্টি, বিএনপি গর্জনের: কাদের

আন্দোলনের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলে আসার পর এবার বিএনপিকে ‘গর্জনের পার্টি’ বললেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2018, 01:25 PM
Updated : 20 March 2018, 01:25 PM

তার বিপরীতে নিজের দল আওয়ামী লীগকে ‘অর্জনের পার্টি’ বলেছেন তিনি।

ওবায়দুল কাদের বলেছেন, “আওয়ামী লীগ হচ্ছে অর্জনের পার্টি, আর বিএনপি হচ্ছে গর্জনের পার্টি। তারা ক্ষমতায় থাকলেও গর্জন করে, বিরোধী দলে থাকলেও গর্জন করে। বিএনপির চরিত্রই হচ্ছে গর্জন করা।”

আওয়ামী লীগের শাসনামলে নানা অর্জন এবং খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির আন্দোলনের দিকে ইঙ্গিত করে মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

সাবেক রাষ্ট্রপতি ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানীতে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নে বিএনপিকে নিয়ে কথা বলেন কাদের।

খালেদা জিয়ার জামিন স্থগিত নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিক্রিয়ায় কাদের বলেন,“আদালতের আদেশ নিয়েও যদি তারা প্রশ্ন তোলে, সেখানে আমাদের কী বলার আছে।

“তারা তো আইন আদালত কিছুই মানে না। আদালতের রায় যদি তাদের বিরুদ্ধে যায়, তাহলে বিএনপি নামক দলটি কখনও আদালতের রায় মেনে নেয়নি।”

খালেদা জিয়ার মামলার বিষয়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে দাবি করেন মন্ত্রী কাদের।

“কিন্তু বিএনপি বারবার আদালতের রায়ের বিরুদ্ধে বিষোদগার করেছে। যারা আদালতের রায় মানে না, তারা ক্ষমতায় গেলে দেশটাকে কোথায় নিয়ে যাবে- এটাই আমরা দেশবাসীকে বলতে চাই।”