কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে আ. লীগ প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষনেতাদের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা ও উপহার পৌঁছে দিয়েছেন আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2018, 02:07 PM
Updated : 17 March 2018, 02:24 PM

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাকের নেতৃত্বে দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ও উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া শনিবার কংগ্রেসের সম্মেলনে যোগ দেন ।

বিকালে প্রতিনিধি দলের সদস্য বিপ্লব বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সম্মেলনের ফাঁকে কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী ছাড়াও সোনিয়া গান্ধী, মনমোহন সিং ও আনন্দ শর্মার সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করেন আওয়ামী লীগ প্রতিনিধি দলের সদস্যরা।

তিনি বলেন, “রাহুল গান্ধী বলেছেন, বাংলাদেশ আওয়ামী  লীগের সাথে আমাদের সম্পর্ক দীর্র্ঘদিনের। বাংলাদেশের চলমান উন্নয়নের ধারার প্রশংসা করেন তিনি। পাশাপাশি জঙ্গি দমনে বাংলাদেশের প্রশংসা করেন।”

ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম দল কংগ্রেসের ৮৪তম কংগ্রেসে যোগ দিতে শুক্রবার ভারতে যায় আওয়ামী লীগ প্রতিনিধি দল।