বিএনপির আলাল-বাবুল কারাগারে

কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পণ্ড হওয়ার পর পুলিশের হাতে গ্রেপ্তার বিএনপির দুই নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও মোস্তাফিজুর রহমান বাবুলকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2018, 12:52 PM
Updated : 25 Feb 2018, 01:33 PM

শনিবার নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে আটকের পর দুই বিএনপি নেতাকে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগের মামলা দিয়ে রোববার ঢাকার আদালতে পাঠায় পুলিশ।

তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কোনো আবেদন জানাননি মামলার তদন্ত কর্মকর্তা। শুধু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন জানান।

অন্যদিকে দুই বিএনপির নেতার জামিনের আবেদন জানান তাদের আইনজীবী জয়নাল আবেদীন মেসবাহ।

শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে আলাল ও বাবুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী।

সাবেক সংসদ সদস্য আলাল বিএনপির যুগ্ম মহাসচিব। বাবুল দলের জলবায়ু বিষয়ক সহ সম্পাদক।

বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বাবুল শনিবার আটকের পর পুলিশ ভ্যানে

খালেদা জিয়ার মুক্তি দাবিতে ঢাকায় সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে শনিবার কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি দিয়েছিল বিএনপি।

নয়া পল্টনে জড়ো হওয়া বিএনপিকর্মীদের লাঠিপেটা এবং জলকামান থেকে গরম পানি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। তখন আটক করা হয় আলাল ও বাবুলকে।