নারীদের রাজনীতিতে টানতে যুব ইউনিয়নের শিক্ষা শিবির

রাজনীতি নিয়ে নারীদের আগ্রহ বাড়াতে ও তাদের সচেতনতা তৈরি করতে শিক্ষা শিবিরের আয়োজন করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2018, 10:30 AM
Updated : 23 Feb 2018, 10:30 AM

জাতীয় শহীদ মিনারে শুক্রবার সকালে ‘যুব নারী ক্যাম্প’ নামে দুই দিনের এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন গণ্যমাধ্যম ব্যক্তিত্ব ম. হামিদ।

‘পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় নারী আজ পণ্য/সমতার সমাজ বিনির্মাণে নারী মুক্তির বিকল্প নাই’ স্লোগান নিয়ে রাজধানীতে শনিবার পর্যন্ত এই ক্যাম্প চলবে।

উদ্বোধনী বক্তব্যে ম. হামিদ বলেন, একটি জাতিকে সুস্থ করতে হলে শুধু নারী হলে চলবে না, নারী-পুরুষ উভয়কে এখানে ভূমিকা রাখতে হবে।

“অর্থনৈতিক অধিকার আদায়ের লড়াইয়ের মধ্য দিয়ে নারীর মুক্তি সম্ভব। নারী সমাজের লড়াই তাদের একার লড়াই না, এটা সকলের লড়াই।”

বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল জানান, দুই দিনের ক্যাম্পে সারাদেশ থেকে শতাধিক নারী অংশ নিচ্ছে।

এই শিক্ষা শিবিরে রাজনৈতিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেবেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ঢাকা বিশ্বাবিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক সিপিবি নেতা এমএম আকাশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মোহাম্মদ, অধ্যাপিকা মাহফুজা খানম ও সাইদ রহমানসহ অনেকে।

এছাড়াও ক্যাম্প চলাকালীন চলচ্চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্যাম্প ফায়ারসহ বিভিন্ন আয়োজন রয়েছে।

হাসান হাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক ও অভিনেত্রী সুমনা সোমা, নারী বিষয়ক সম্পাদক জোনাকি জাহান ও আইন বিষয়ক সম্পাদক শিমুল খান বক্তব্য দেন।