শিমুল বিশ্বাস আরও ৫ দিনের রিমান্ডে

শাহবাগ থানার নাশকতার মামলায় দুই দফায় দশ দিন জিজ্ঞাসাবাদের পর  বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে রমনা থানার এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

আদালত  প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2018, 02:49 PM
Updated : 20 Feb 2018, 03:34 PM

ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার মঙ্গলবার এই রিমান্ড মঞ্জুর করেন। 

গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের পরপরই বকশীবাজারে বিশেষ জজ আদালত প্রাঙ্গণ থেকে শিমুল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে নাশকতার ২০টি মামলা রয়েছে বলে আইনজীবীরা এর আগে সাংবাদিকদের জানিয়েছিলেন।

গত ৯ ফেব্রুয়ারি শাহবাগ থানার একটি নাশকতার মামলায় শিমুল বিশ্বাসকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান একজন মহানগর হাকিম।

ওই রিমান্ড শেষে গত ১৫ ফেব্রুয়ারি শাহবাগ থানার আরেক মামলায় তাকে ফের পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়।

সেই রিমান্ড শেষে মঙ্গলবার শিমুল বিশ্বাসকে আদালতে হাজির করে ৩১ জানুয়ারি রমনা থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম খান।

শিমুল বিশ্বাসকে এ মামলায় দশ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেন ওই পুলিশ কর্মকর্তা। 

আসামিপক্ষে মাসুদ আহমেদ তালুকদারসহ কয়েকজন আইনজীবী এর বিরোধিতা করে জামিনের আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে শিমুল বিশ্বাসকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।