বিএনপির প্রভাতফেরী হবে ফখরুলের নেতৃত্বে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার ভোরে প্রভাতফেরী করে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2018, 01:27 PM
Updated : 20 Feb 2018, 01:27 PM

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং কর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন।

প্রতিবছর ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে জ্যেষ্ঠ নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেও এবার একটি দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে তিনি আছেন কারাগারে। এ কারণে একুশের প্রথম প্রহরে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের কোনো কর্মসূচি নেই।

বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সাড়ে ৬টায় কালো ব্যাজ ধারণ করে বলাকা সিনেমা হলের সামনে থেকে রওনা হবেন বিএনপি নেতা-কর্মীরা। আজিমপুর কবরাস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত শেষে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন।

মাতৃভাষা দিবস উপলক্ষে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বিবৃতিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।