বিএনপিকে নিয়েই নির্বাচনে যেতে চাই: কাদের

খালেদা জিয়াকে ছাড়া বিএনপি শক্তিশালী হলে তাদের নির্বাচনে যেতে ভয় কেন, তা জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2018, 10:34 AM
Updated : 18 Feb 2018, 10:34 AM

রোববার আওয়ামী লীগের এক যৌথসভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, কাদের বলেন, “খালেদা জিয়া জেলে যাওয়ার পর বিএনপির নেতারা বলছে বিএনপি আগের চেয়ে বেশি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ।

“তাহলে কেন এই শক্তিশালী বিএনপির নির্বাচনে যেতে ভয় কিসের? আমরা এই বিএনপিকে নিয়েই আগামী নির্বাচনে যেতে চাই। আমরা একটা অংশগ্রহণমূলক নির্বাচন চাই।”

আগামী ৭ মার্চের সমাবেশ সফলভাবে আয়োজনে করনীয় নিয়ে নিয়ে ধানমণ্ডির একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের এই যৌথসভা হয়।

বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে ওবায়দুল বলেন, “রাতের অন্ধকারে বাসায় বসে কেন তারা তাদের গঠনতন্ত্রের ৭ ধারা বাতিল করল- এই প্রশ্নের জবাব তারা এখনো দেয়নি।”

তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন করা প্রসঙ্গে তিনি বলেন, “৭ ধারা বাতিল করা হয়েছে কি আরেক দুর্নীতিবাজকে তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন করার জন্য? এর জবাব আমরা এখনো পাইনি।”

ডৌথ সভায় ঢাকা ও পার্শ্ববর্তী জেলার নেতা এবং সংসদ সদস্যরা ৭ মার্চের সমাবেশ সফল করতে মতামত তুলে ধরেন।

এসময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন।