সোহেলকে পুলিশ নিয়ে গেছে: রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন-নবী খান সোহেলকে ঢাকার মালিবাগের একটি বাসা থেকে পুলিশ নিয়ে গেছে বলে দাবি করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2018, 04:14 AM
Updated : 6 Feb 2018, 04:14 AM

তবে পুলিশ বা র‌্যাবের কেউ সোহেলকে গ্রেপ্তারের কথা স্বীকার করেনি। 

গত ৩০ জানুয়ারি হাই কোর্ট মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলারই আসামি ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি সোহেল।

সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিলেট সফরে সোহেলও তার সঙ্গে ছিলেন ।

সিলেটে দুই আউলিয়ার মাজার জিয়ারত শেষে সোমবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকায় ফেরেন খালেদা জিয়া।

আর ভোরের দিকে গোয়েন্দা পুলিশ মালিবাগের একটি বাসা থেকে সোহেলকে আটক করে নিয়ে যায় বলে রিজভীর ভাষ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সোহেল কোথায় আছেন কী অবস্থায় তাকে রাখা হয়েছে আমরা কিছু জানি না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

তবে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন, র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এবং ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মারুফ হোসেন সরদারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সবাই বিএনপি নেতা সোহেলকে গ্রেপ্তারের কথা অস্বীকার করেছেন।