বিএনপিকে রূপরেখা দিতে বললেন ওবায়দুল কাদের

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সুস্পষ্ট কোনো কথা বলছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2018, 02:49 PM
Updated : 15 Jan 2018, 03:00 PM

রোববার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলের বাণিজ্য উপ-কমিটির শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, “পরিষ্কারভাবে বলছি, আমরা সংবিধানের বাইরে যেতে পারব না। সংবিধানের মধ্যে সব কিছুই রয়েছে। বিএনপি নিজেরাই নির্বাচনকালীন সরকার নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে।”

দশম সংসদ নির্বাচনে বর্জনের পরও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ওই সরকারের রূপরেখা দেবেন বলে এলেও এখনও তা আসেনি।

এর মধ্যে সরকারের চার বছর পূর্তিতে গত শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শেখ হাসিনা একাদশ সংসদ নির্বাচনের আগেও ‘নির্বাচনকালীন সরকার’ গঠনের প্রতিশ্রুতি দিয়ে তাতে সব দলের অংশগ্রহণের আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সরকার গঠনের কথা বলার পর তা নিয়ে আলোচনা করতে সংলাপ ডাকার আহ্বান জানিয়েছে বিএনপি।

ওবায়দুল কাদের বলেন, “নির্বাচনকালীন সরকারের কোনো রূপরেখা নিয়ে তারা কোনো কথা বলেনি। আমরা আশা করেছিলাম তারা অন্তত সহায়ক সরকারের রূপরেখা দিবে। আসলে তারা সহায়ক চান, না নির্বাচনকালীন সরকার চান?

“আজকে জাতি জানতে চায় আপনারা কোনটা চান- তত্ত্বাবধায়ক, সহায়ক, না নির্বাচনকালীন সরকার। নির্দিষ্ট করে না বলে বার বার জাতিকে বিভ্রান্ত করবেন না। স্বচ্ছ দৃষ্টিভঙ্গির পরিচয় এখানে নেই।”

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে এ আয়োজনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।